মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

আকুর বিল পরিশোধ গ্রস রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার

আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, আকু’র বিল পরিশোধ করেছে বাংলাদেশ। মঙ্গলবার বিল পরিশোধের পর দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ বিলিয়ন ডলার।

গত বেশ কয়েকমাস শক্তিশালী রেমিটেন্স প্রবাহ ও দাতা দেশগুলার ঋণ ছাড়ের কারণে ২ জুলাই রিজার্ভ বেড়ে দাড়ায় ২৬.৬৮ বিলিয়ন ডলারে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, আকু মূলত বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই ৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক কর্তৃপক্ষ নিয়ে গঠিত। এই সংস্থাটি সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য নিষ্পত্তিতে সহায়তা করে থাকে। 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ