
বাংলাদেশের সাথে সম্পর্ককে চীন বেশ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শি এ কথা জানান।
শি তাঁর বার্তায় জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ পারষ্পরিক আস্থা সুসংহত করে চলেছে। বেল্ট এন্ড রোড সহযোগীতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগীতা প্রসারিত করছে।
চীনা প্রেসিডেন্ট আরো বলেন, অভিন্ন উন্নয়নের লক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে তিনি কাজ করতে প্রস্তুত।


