
গত বিশ বছরে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক ভাবনা, দেশের মানুষের কথা এবং কবে দেশে ফিরবেন সে বিষয়ে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটির প্রথম পর্ব সোমবার সকালে প্রচারিত হয়েছে। দ্বিতীয় পর্বটি প্রচারিত হবে মঙ্গলবার।
২০০৮ সালে লন্ডনে নির্বাসনে যাওয়ার পর প্রকাশ্যে তেমন সক্রিয় ছিলেন না তারেক রহমান। তাই বিএনপির এই নেতার সাক্ষাৎকারটি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তারেক রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, শারীরিকভাবে তিনি ভালো আছেন এবং খুবই ব্যাস্ত সময় কাটাচ্ছেন।
দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, সময় হয়ে এসেছে, খুব দ্রুতই তিনি বাংলাদেশ আসবেন এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন।
বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে তারক রহমান বলেন, জুলাই আন্দোলনকে কারো একক মাস্টারমাইন্ড হিসেবে তিনি দেখেন না। তিনি মনে করেন, এই আন্দোলনে সকল রাজনৈতিক নেতাকর্মীর এবং রাষ্ট্রের গণতন্ত্রকামী জনগনের ভূমিকা রয়েছে।


