তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এসে স্ট্রোকের ফুলঝুরি ফোটালেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনের রেকর্ড জুটির পথ ধরে টাইগাররা ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান জমা করে বোর্ড।
আগের ম্যাচটি ছিল যতটা নাটকীয় সিরিজের শেষ ম্যাচটা হলো ততটাই ম্যাড়ম্যাড়ে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুঁড়িয়ে দিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। ওয়ানডেতে এটি টাইগারদের দ্বিতীয় সেরা জয়।
এই জয়ে টানা চার সিরিজ হারার পর একটু স্বস্তি পেল বাংলাদেশ। র্যাংকিংয়ে অবশ্য পড়ে থাকতে হচ্ছে সেই ১০ নম্বরেই।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয় তা প্রমাণ হয়ে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। সামন্যতম লড়াইও করতে পারেনি ক্যারিবিয়রা। স্রেফ ৩০.১ ওভারে ১১৭ রানে তাদের বোতলবন্দি করে ফেলে টাইগাররা।
Editor PI News