
লিবিয়ার ত্রিপলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন ৩০৯ জন বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার সরবকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগীতায় শুক্রবার তাঁরা দেশে ফিরে আসেন।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগীতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে। তাদের অনেকেই দেশটিতে অপহরন ও নির্যাতনের শীকার হয়েছিলেন।


