
কোন বিষয়ে প্রতিবাদ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন শফিকুল আলম।
শফিকুল বলেন, ৭৫ এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিবর রহমান তা বাস্তবায়ন করেছেন তাঁর কন্যা শেখ হাসিনা।
তিনি আরো বলেন, একটি ন্যারেটিভ জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ। অথচ, শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।


