রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো স্টেশনের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। যুবকের বাড়ি শরিয়তপুর বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারি হেঁটে যাচ্ছিলেন। এসময় উপর থেকে বিয়ারিং প্যাড খুলে তার মাথার উপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণীর একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের একটি অংশের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়।
Editor PI News