মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

বিদেশে সীমার অতিরিক্ত ডলার খরচ; ব্যাংক এশিয়াকে জরিমানা

একজন বাংলাদেশি বিদেশে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারেন-এটি বাংলাদেশ ব্যাকের নিয়ম। কিন্তু, ব্যাংক এশিয়ার কয়েকজন গ্রাহক সেই সীমা ভেঙ্গে ১০ থেকে ১২ গুণ পর্যন্ত ডলার খরচ করেছেন।

বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ জেনেও গোপন রেখেছিল। একই সাথে নিয়মবহির্ভূতভাবে লেনদেনের সুযোগ করে দেয়। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় ব্যাংক এশিয়াকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা যায়, ব্যাংক এশিয়ার কয়েকজন গ্রাহক এই নিয়ম উপেক্ষা করে আরএফসিডি একাউন্টে বারবার বিপুল পরিমাণ নগদ ডলার জমা দিয়েছেন। ফারহানা করিম নামের এক গ্রাহক বিদেশে ভ্রমনের পুরনো তারিখ দেখিয়ে একাধিকবার বা কখনো একই দিনে ১০ হাজার ডলারের বেশি জমা দেন। এভাবে প্রায় ১ লাখ ৫০ হাজার ডলার জমা হয়। আশ্চর্যের বিষয় বিদেশে থেকেও তিনি অর্থ জমা করেছেন। পরে বিদেশে থেকে আরএফসিডি কার্ড ব্যবহার করে তিনি সেই অর্থ খরচ করেছেন।

অন্যদিকে, আলায়না চৌধুরী নামের আরেক গ্রাহক দেশের বাইরে থেকে অন্য একজনের মাধ্যমে তার একাউন্টে ৬৮ হাজার ডলার জমা করেন। এরপর সেই অর্থ একইভাবে বিদেশে থেকে তিনি খরচ করেন।

উল্লেখ্য, বিদ্যমান বৈদেশিক মুদ্রাব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী বিদেশ ভ্রমন শেষে দেশে ফেরার সময় সাথে আনা বৈদেশিক মুদ্রা যদি ১০ হাজার ডলার বা তার কম হয়, তাহলে তা নিজের কাছে রাখা যাবে বা ব্যাংকে জমা দেওয়ার সুযোগ আছে। কিন্তু ১০ হাজার ডলারের বেশি অর্থ নিয়ে দেশে ফিরলে বিমানবন্দরে এফএমজে ফরমে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক এবং তা ৩০ দিনের মধ্যে ব্যাংকে জমা দিতে হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ