
মেক্সিকোতে দুই মোসুমী ঝড়ের আঘাতে এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যায় ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে রোববার এ তথ্য জানানো হয়।
ঝড়-বৃষ্টি ও ভুমিধসে দেশটির ভেরাক্রুজ রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষিতগ্রস্ত হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকা থেকে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে দেশজুড়ে উদ্ধার ও ত্রান তৎপরতা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করা হবে।


