মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

দুর্বার রাজশাহীর মালিকের দেওয়া চেক আবারও বাউন্স; শঙ্কায় ক্রিকেটাররা

মহা নাটকের পার নাকট মঞ্চায়ন করে চলেছেন দুর্বার রাজশাহীর মালিক। তার দেওয়া চেক আবারও বাউন্স হয়েছে। সোমবার ক্রিকেটারদের জানানো হয়েছিল, মঙ্গলবার চেকের বিপরীতে টাকা পাওয়া যাবে। কিন্তু আবারও সেটি বাউন্স হয়েছে। এতে পারিশ্রমিক পাওয়া নিয়ে আরও শঙ্কায় পড়েছেন দলটির ক্রিকেটাররা।

বিসিবি সভাপতির চেষ্টায় ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়ে সেদিন খেলতে নেমেছিলেন তাসকিন আহমেদ-বিজয়রা। তাৎক্ষণিক সমাধান হলেও সেটা খুব বেশি কাজে দেয়নি। চট্টগ্রামে হোটেল ভাড়া দিতে না পারা, ঢাকায় হোটেল বদল আরও ভাবনায় ফেলে দেয় ক্রিকেটারদের। রংপুর রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে বিজয়রা তাই বেঁকে বসেন। পারিশ্রমিক না পেলে মাঠে যাবেন না তারা। এমন হুমকির দেয়ার পর তাদের হাতে চেক তুলে দেয় মালিকপক্ষ।

রংপুরের বিপক্ষে ম্যাচ জিতে অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেছিলেন, ‘মিরপুরের উইকেটের মতো চেক বাউন্স করলে ক্রিকেটারদের বিপদ হবে।’ ডানহাতি পেসারের এমন কথা বলার একদিন পরই আবারও চেক বাউন্স করল রাজশাহীর ক্রিকেটারদের। দুদিন আগে হাতে পাওয়া চেক ব্যাংকে জমা দিলে সেটা প্রত্যাখান হয়েছে। মালিক পক্ষের এমন ব্যবহারে দিশাহারা হয়ে পড়েছেন ক্রিকেটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর এক ক্রিকেটার বলেন, ‘ভাই, চেক আবার বাউন্স করছে। যাদেরকেই দিয়েছিল সবারটা বাউন্স করেছে। মালিক আমাদের সাথে কি করছে বুঝতে পারছি না। হিন্দি সিনেমা দেখছেন না? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ! আমাদের অবস্থা এমন হয়ে গেছে। আমরা আজকে বসব, এরপর সিদ্ধান্ত নিব। এভাবে তো হয় না।’

বিপিএলের চলমান আসরে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে ফেলেছে রাজশাহী। ১২ ম্যাচের ৬টাতে জিতে প্লে-অফে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে তারা। সেরা চারের লড়াইয়ের আগে ক্রিকেটাররা প্রায় সপ্তাহখানেক সময় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা দল কিংবা হোটেল ছাড়বেন কিনা সেটাও নিশ্চিত নয়। রাজশাহীর এক ক্রিকেটারের ভয়, হোটেল ছাড়লে যদি মালিকপক্ষ খুঁজে না পান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ