মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ১০ উইকেটে জিতলো বাংলাদেশ। সেন্ট কিটসে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ নারী জাতীয় দল। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেলেও যুবা টাইগ্রেসরা ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে যেন সেই প্রতিশোধটাই নিলো।

জাতীয় দলের হারের কয়েকটা ঘণ্টা পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যেন প্রতিশোধ নিয়েছেন সুমাইয়া আক্তাররা। সেটা অবশ্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের কাছে হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়া বাংলাদেশের শেষ ম্যাচটা ছিল কেবলই আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা।

বুয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ৫৫ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে টাইগ্রেসরা। পুরো টুর্নামেন্টেই ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া এবং জুয়াইরিয়া ফেরদৌস। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৩৬ রান তোলে বাংলাদেশের মেয়েরা।

পাওয়ার প্লে শেষেও একই ধারায় রান তুলতে থাকেন তারা দুজন। ইনিংসের নবম ওভারে এরিন ডিনের বলে চার মেরে বাংলাদেশের ১০ উইকেটের জয় নিশ্চিত করেন জুয়াইরিয়া। ডানহাতি উইকেটকিপার ব্যাটার অপরাজিত ছিলেন ২৮ বলে ২৫ রানের ইনিংস খেলে। আরেক ওপেনার ফাহমিদা ১৪ রান করে অপরাজিত ছিলেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেছেন অমৃতা রামতাহাল, নাইজানি কাম্বার্স ১৩ এবং আসাবি ক্যালেন্ডার ১১ রান করেছেন। বাংলাদেশের হয়ে একাই ১১ রানে ৩ উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি। ২ উইকেট নিয়েছেন আনিসা আক্তার সোবা।  ৩ ওভারে ১১ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নিশি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ