
বিশ্বব্যাপি বাণিজ্যযুদ্ধ, আর্থিক টানাপোড়েন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও চলতি বছর আন্তর্জাতিক বাজারে সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিনত হয়েছে রাশিয়ার মুদ্রা রুবল। যুদ্ধকালিন অস্থিরতার মধ্যে ডলারকে সরিয়ে রুবলের এই উত্থান অর্থনৈতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ডলারের বিপরীতে রুবলের মান বেড়েছে ৩৮ শতাংশ। ডলারের উপর আস্থা কমে যাওয়াকে এই উত্থানের কারন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
রুবলের বিনিয়োগ রিটার্ন সুইডিশ ক্রোনার ও সুঁইস ফ্রাকে ছাড়িয়ে গেছে। মান বেড়েছে যথাক্রমে ১১ ও ১৩ শতাংশ। ব্রিটিশ পাউন্ডও পিছিয়ে নেই। ডলারের বিপরীতে এই মুদ্রার মান বেড়েছে ৬ শতাংশ।
রুবলের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে উচ্চ সুদ হার। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের হার ২১ শতাংশ। মুদ্রস্ফীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধকালীন অর্থনীতি ঠিক রাখতেই এই পদক্ষেপ নেয় রুশ কর্তৃপক্ষ। এছাড়া বিদেশি কোম্পানিগুলোকে অর্থ বা সম্পদ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ক্রেমলিন। বিশেষ অ্যাকাউন্টে নগদ অর্থ রাখার বাধ্যবাধকতার কারনে মুদ্রা বাজারে রুবলের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
এদিকে, ব্যাংকিং জায়ান্ট মর্গান স্ট্যানলি জানিয়েছে ইউরোর বিপরীতে ডলারের মান আরো কমতে পারে। এরইমধ্যে ইউরোর বিপরীতে ডলার মান হারিয়েছে ৯ শতাংশের বেশি।


