মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। সেই সাথে ফ্যাসিবাদি ষড়যন্ত্রকারীরা সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রশক্ষিণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান আরো বলেন,ফ্যাসিবাদি ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব অর্জন ব্যর্থ হবে। বিএনপি জনগনের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন করবে।

তিনি আরো বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক ও নেতৃত্বে সক্ষম তারুন্যের বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ