
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে সোমবার (৫মে) দেশে ফিরতে পারেন। বেগম জিয়াকে এয়ার এম্বুলেন্সে দেশে আনার চেষ্টা চলছে।
গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়র এম্বুলেন্সে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য যান বেগম খালেদা জিয়া।
সেখানে তিনি লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেন।
বিএনপি চেয়রপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেয়নি। তারা জানিয়েছে, তিনি দেশে যেতে পারবেন, কিন্তু চিকিৎসার মধ্যেই থাকতে হবে।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ঝুকির কথা বিবেচনা করে বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করেননি।


