মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

বিদেশি ঋণে ধীরগতি: ৯ মাসে ৫৮ শতাংশের বেশি কমেছে প্রতিশ্রুতি

দেশের প্রবাসী আয় এবং রপ্তানি বাড়লেও প্রকল্প ঋণের প্রতিশ্রুতি কমিয়েছে সহযোগীরা। বিপরীতে বেড়েছে বিগত সরকারের আমলে নেওয়া ঋণ পরিশোধের চাপ।

স্বৈরাচারী হাসিনা সরকার পতনের ৯ মাসের মাথায় দেখা যাচ্ছে দাতা দেশ ও সংস্থাগুলোর ঋণ প্রতিশ্রুতি কমেছে ৫৮%। বিপরীতে ঋণ প্রতিশোধ বেড়েছে ২৫%। গত অর্থবছরের তুলনায় বৈদেশিক ঋণে ছাড় কমেছে ১৪%।

বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডি’র প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইআরডি’র প্রতিবেদনে বলছে, গত অর্থবছরে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে ঋণ প্রতিশ্রুতি এসছিল ৭২৪ কোটি ডলারের বেশি। কিন্তু এবার সেটি দাড়িয়েছে ৩০০ কোটি ৫২ লাখ ডলার। অর্থ্যাৎ এক বছরের ব্যবধানে ঋণ প্রতিশ্রুতি কমেছে ৫৮ শতাংশ।

বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলে ১০০ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে। চলতি অর্থবছরের ৯ মাসে সবচেয়ে বেশি ঋণ প্রতিশ্রুতি এসছে বিশ্বব্যাংকের আইডিএ কর্মসূচি থেকে।

ঋণ প্রতিশ্রুতি কমার পাশাপাশি প্রকল্পেও অর্থছাড় কমেছে। মার্চ শেষে অর্থছাড় হয়েছে ৪৮০ কোটি ৮৮ লাখ ডলার। গত বছর একই সময়ে উন্নয়ন সহযোগীরা অর্থছাড় করেছিল ৫৬৩ কোটি ১৬ লাখ ডলার। বছরের ব্যবধানে অর্থছাড়ের হার কমেছে ১৪.৬১%।

এদিকে উন্নয়ন সহযোগীরা আগে যেসব ঋণ দিয়েছিল তা পরিশোধের চাপ বাড়ছে প্রতি মাসেই। মার্চ মাস পর্যন্ত সরকারকে ঋণ পরিশোধ করতে হয়েছে ৩২১ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরে বাংলাদেশ ঋণ পরিশোধ করেছিল ২৫৭ কোটি ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান ২৮ হাজার ২৮১ কোটি টাকা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ