
বাংলাদেশের ইতিহাসে সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা এপ্রিল মাসে পৌনে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
হত বছরের এপ্রিল মাসের তুলনায় এ বছরের এপ্রিল মাসে ৩৪.৮০ শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছর একই সময়ে রেমিটেন্স এসেছিল ২.০৪ বিলিয়ন ডলার।
টানা ৯ মাস দেশে ২ বিলিয়নের উপর রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ফলে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিটেন্স এসেছে ২৪.৫৪ বিলিয়ন ডলার।


