মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

ইমনের সেঞ্চুরিতে আরব আমিরাতকে হারালো টাইগাররা

পারভেজ ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ইমনের পর দারুন বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে তামিমের পর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে ইমনের সেঞ্চুরিতে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৭ রান করে। জবাব দিতে নেমে ১৬৪ রানে গুঁড়িয়ে যায় আরব আমিরাত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। এছাড়া দুটি করে উইকেট শিকাড় করেছেন, তানজিম, মেহেদী ও মুস্তাফিজ।

আগামী ১৯মে সিরিজের দ্বিতীয় শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে একই মাঠে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ