মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

ব্যাটিং ব্যর্থতায় অনুর্ধ্ব-১৫ দলের কাছে হার শারমিন-জ্যোতিদের

ব্যাটিংয়ে ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় বিসিবি অনুর্ধ্ব-১৫ বালক দলের কাছে ৮৭ রানে হেরেছে শারমিন-জ্যোতিদের নারী দল।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বিসিবি অনুর্ধ্ব-১৫ বালক দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ বলে ৪৬ রান করেন বায়োজিদ।

১৮২ রানের লক্ষ তাড়ায় শুরুটা ভালো পায় নিগার সুলতানা জ্যোতির দল। ১৬তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙ্গেন আফ্রিদি। ৫৪ বলে ২০ রান করে ফিরে যান শারমিন। পরের ওভারেই ৪১ বলে ১৬ রান করে আউট হন আরেক ওপেনার তানজিম।

তিনে নেমে শূন্য রানে আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নারী দল। ৮৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ