
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার রাশিয়ার কাছ থেকে ৪০০ কোটি টাকায় দুটি হেলিকপ্টার কেনে। ইতিমধ্যে ২৯৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
কিন্তু রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার কারণে এখন হেলিকপ্টার দুটি আনতে পারছে না বর্তমান অন্তর্বর্তী সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের কেনা হেলিকপ্টার দুটি এমআই-১৭১ এ২ মডেলের। সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স। গত ফেব্রুয়ারিতে ১টি ও ২য়টি এপ্রিলে পাঠানোর জন্য কার্গো ভাড়া করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় হেলিকপ্টার আনার প্রক্রিয়া স্থগিত করে দেয় বাংলাদেশ।
বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থাকাকালীন হেলিকপ্টার দুটি দুর্গম এলাকায় পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য কেনা হয়। এ লক্ষে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ ও রাশিয়ান হেলিকপ্টার্স নামে প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।


