মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

আলোচনায় ঐক্যমত: ইতিবাচক পথে অগ্রসর হচ্ছে ঢাকা-ইসলামাবাদ

অমিমাংসিত ইস্যুগুলোতে বাংলাদেশ-পাকিস্তান একমত হয়েছে। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ৫৪ বছরের সমস্যা এক দিনের মিটিংয়ে সমাধান হবে না। মিটিংটা হয়েছে ১২-১৩ বছর পর। এখানে বসে এক ঘন্টায় সমাধান করা সম্ভব নয়। এটা নিশ্চয় কেউ আশাও করে না। ঢকা-ইসলামাবাদ পরষ্পরের অবস্থান তুলে ধরেছে।

তৌহিদ হোসেন আরো বলেন, “আমরা চাই হিসাবপত্র হোক, যেটা টাকা পয়সার ব্যাপার, সমাধান হোক। আমরা চাই যে গণহত্যা হয়েছে সেটার বিষয়ে দু:খ প্রকাশ করুক, মাফ চাক। আমরা চাই আটকেপড়া মানুষগুলোকে তারা ফেরত নিবে। আমি বাংলাদেশের অবস্থান শক্তভাবে তুলে ধরেছি।”

এর আগে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।একমাত্র যে চুক্তিটি সই হয়েছে তা হলো- দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ