
পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় আমান এ অভিযোগ করেন।
আমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন এবং নির্বাচনী প্রচারনার সময় বাংলাদেশে থাকবেন।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে।


