
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দেশটির একটি আদালত নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন।
দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোন অপরাধের দায় মাথায় নিয়ে কারাভোগ করবেন।
এদিকে, নিকোলাস সারকোজি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। জেলে যাওয়ার আগে নিজেকে নির্দোষ দাবী করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।
সাবেক প্রেসিডেন্টকে রাখা হয়েছে দেশটির লা সতেঁ কারাগারের একটি নির্জন সেলে। ৯৫ স্কায়র ফিটের এ সেলে সারকোজির জন্য একটি আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল এবং ছোট একটি টিভি আছে।


