
কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ও আইনজীবী ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। এরপর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ফেসবুকে তাঁর দলে প্রচারণার খবর প্রচার করেন।
ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির আগের কমিটির সদস্য ছিলেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথেও যুক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুর করিমের ছেলে।


