
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘ডিজিটাল হেলথ ট্র্যাক’ বিভাগে এমআইটি, হার্ভার্ড, ক্যালটেকের মত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হারিয়ে প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট এর শিক্ষার্থীরা।
কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পাঁচ শিক্ষাথীর দলটির নাম নিওস্ক্রিনিক্স। এবারের প্রতিযোগীতায় তিনটি বিভাগে বিশ্বের ২২০টি বিশ্ববিদ্যালয়ের ৪৪০টি দল অংশ নেয়।
স্তন ক্যানসার শনাক্ত করার এক প্রযুক্তি উদ্ভাবন করে প্রথম হয়েছে নিওস্ক্রিনিক্স। দলের সদস্যরা হচ্ছেন ফাহমিদা, হাসনাইন আদিল, সাদাতুল ইসলাম, এইচ এম শাদমান ও পৃথু আনান।
পুরষ্কার হিসেবে নিওস্ক্রিনিক্স পেয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ টাকার বেশি। নিজেদের পড়াশুনা ও গবেষণায় এই অর্থ ব্যয় করতে চান তারা।


