মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বহুল প্রতিক্ষীত সেই ক্ষণটা এসেই গেল। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে পরিচয়ের নয় বছর পর বিয়ের প্রস্তাব দিয়েছেন সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো।

শুরুটা হয়েছিল মাদ্রিদে এক শীতের বিকেলে ২০১৬ সালে। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা নামছে। ঠিক এসময় রোনালদো ঢুকলেন গুচির শো রুমে। কাউন্টারের পেছনে দাড়িয়ে ছিলেন জর্জিনা রদ্রিগেজ নামের এক তরুণী। সিআর সেভেনের দুনিয়াজোড়া খ্যাতির সামনে জর্জিনা তখন এক সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু গ্রেম ‍ও ভালবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিছুই। দুজনের চোখে চোখ পড়তেই ইতিহাসে শুরু হয় নতুন এক প্রেমের গল্প।

দুজনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায় ২০১৭ সালের ফিফা দ্য বেস্ট পুরষ্কার অনুষ্ঠানে। তখনই মূলত জর্জিনা-রোনালদোর প্রেমের গুঞ্জনের গল্পটা বাস্তবে রূপ নেয়।

সেবছরই জর্জিনা-রোনালদোর ঘর আলোকিত করে আলানা মার্তিনা নামের এক কন্য সন্তান আসে তাদের জীবনে। সেসময় রোনালদোর অন্য সন্তানদের দায়িত্বও নেন জর্জিনা। ২০২২ সালে আরেকটি কন্যা সন্তান জন্ম দেন তারা। শুধু সন্তানদের লালন-পালনই নয়, তখন থেকেই রোনালদোর সুখ-দু:খ, আনন্দ-বেদনার সাথে জড়িয়ে আছে জর্জিনার নাম।

সবকিছু ঠিকঠাকমত চললেও প্রেমটা পরিণয়ে রূপান্তরিত না হওয়ায় একটা আক্ষেপ যেন থেকেই গিয়েছিল। অবশেষে সেই আক্ষেপও মিটতে যাচ্ছে। রোনালদোর সাথে বাগদত্তার হওয়ার খবরটা সোমবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে জর্জিনা নিজেই জানিয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ