
বাংলাদেশ জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। তাকে ৩০ মাসের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। সোমবার বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২০১৭ সালে ক্রিকেট ছাড়ার পর ৪২ বছর বয়সি শন টেইট কোচিং পেশায় জড়িয়ে পরেন। এরই মধ্যে তিনি পাকিস্তান, ওয়স্টে ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের সাথে কাজ করেছেন। সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন।
খেলোয়াড়ী জীবনে গতির জন্য বিখ্যাত ছিলেন শন টেইট। এখন কাজ করবেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানাদের নিয়ে।
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শন টেইট এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “এটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে যুক্ত হওয়ার ভালো সময়। আপনি চাইলে এটিকে নতুন যুগের সূচনাও বলতে পারেন। তবে, এটি আন্তর্জাতিক ক্রিকেট। কোন ডেভলপমেন্ট দল নয়। এখানে প্রত্যেকেই প্রত্যাশা করে দলের জন্য আরো বেশি জয় নিশ্চিত করা।”
নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসের সাথে পারষ্পরিক সমঝোতায় চুক্তি বাতিলের পর শন টেইটকে নিয়োগ দিয়েছে বিসিবি।


