মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

প্রোটিয়াদের কাছে পাঁচ উইকেটের হার বাংলার যুবাদের

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে দক্ষিন আফ্রিকার যুবাদের হারিয়েছিল বাংলার যুবারা। তবে, ফিরতি ম্যাচে দেখা হতেই বাংলার যুবাদের পাঁচ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। জাওয়াদ আবরার বাউন্ডারি হাকিয়ে দিন শুরু করলেও বেশিদূর যেতে পারেননি। ৯ বলে ৭ রান করে বুয়ান্ডা মাজেলোর বলে এলবিডব্লিউ হয়ে প্যভিলিয়নের পথ ধরেন। এরপর রিফাত বেগকেও দ্রুত একই পথ দেখান মাজেলো।

মাত্র ২২ রানে দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলার যুবারা। এরপর আর কখনোই ইনিংস মেরামত করতে পারেনি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারে ১৭৫ রানে অলআউট হয় যুবারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন আরমান মানিক।

সহজ লক্ষ তাড়ায় ১৪ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। বাংলার যুবাদের প্রথম উইকেট এনে দেন আল ফাহাদ। শেষ পর্যন্ত ৩৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। দক্ষিন আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ