
যুগের পর যুগ বক্স অফিসে দিয়েছেন একের পর এক হিট সিনেমা। তিন দশক ধরে শাসন করছেন বলিউড, পেয়েছেন কোটি দর্শকের ভালবাসা। শাহরুখ খান থেকে হয়েছেন কিং খান। এমন কোন পুরষ্কার নেই যা তিনি পাননি। শুধু একটি পুরষ্কারই অধরা ছিল তা হচ্ছে জাতীয় পুরষ্কার। এবার সেটিও নিজের ঝুলিতে নিয়ে নিলেন।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন বলিউড বাদশাহ হিসেবে খেতাবপ্রাপ্ত শাহরুখ খান।
শুক্রবার দেশটির রাজধানী নয়া দিল্লিতে সেরা ছবি, অভিনয়শিল্পী ও কলাকূশলীদের পুরষ্কার দেওয়া হয়। এই পুরষ্কার শাহরুখ খানের ৩৩ বছরের ক্যারিয়ারে উল্লেখযোগ্য এক ঘটনা। কারণ এই প্রথমবারের মতো তিনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতেছেন।


