
এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হয়েছে নতুন পাঁচ ওয়েব সিরিজ ও সিনেমা। এগুলো বাংলা, হিন্দি ও তেলেগু ভাষার সিরিজ ও সিনেমা।
কোরবানি ঈদের আলোচিত সিনেমা ’তান্ডব’ ও ’উৎসব’ দেখা যাচ্ছে বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ‘হইচই’ এ এসেছে শিশুদের নিয়ে তৈরি ‘অঙ্ক কি কঠিন’ সিনেমা।
গুপ্তচর থ্রিলারভিত্তিক সিনেমা ’সালাকার’ মুক্তি পেয়েছে জিও হটস্টারে। আর অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে জেলেদের বন্দিশালার গল্প ‘অ্যারাবিয়া কাদালি’।


