
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আগামী ২২-২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন।
তিন দিনের এ সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশি হাইকমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের মতে সফরের মূল উদ্দেশ্য হলো গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং রাষ্ট্র গঠনে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।


