বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

পাঁচশত রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়া

অবৈধ প্রবাসী বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়া সরকার। জরিমানা দিয়ে দেশে ফেরার গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক জরুরী বিজ্ঞপ্তি এবং দেশটির ইমিগ্রেশন বিভাগের আরেক এক নোটিশের মাধ্যমেও এ তথ্য নিশ্চিত করেছে।

তবে, এই সময়ের মধ্যে মাইগ্রান্ট রিপার্টিশন প্রোগ্রাম (পিআরএম) এর জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যেসব প্রবাসী নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন বিভাগে উপস্থিত হতে পারেননি এমন প্রবাসী আবেদনকারীদের জন্য আগামী ২১ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার।

নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যেসব অবৈধ প্রবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন বিভাগে উপস্থিত হতে পারেননি শুধু সেসব অবৈধ প্রবাসীরা এ সময়ের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন।

তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেওয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

জরিমানা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো এজেন্ট নিয়োগ করা হয়নি। শুধু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা টাচএনগো ই-ওয়ালেটের মতো ইলেকট্রনিক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে বলেও জানায়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ