বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

ভিসা না পাওয়ায় কান উৎসবে যাওয়া হলো না মডেল উরফি জাভেদের

ভিসা না পাওয়ায় কান উৎসবে যাওয়া হলো না মডেল উরফি জাভেদের। নিজেকে সবসময় রকমারি পোশাকে তুলে এই ইনফ্লুয়েন্সার।

তার নানা বিচিত্র পোশাকের সম্ভার নিয়ে উড়ে যাওয়ার কথা ছিল সুদূর ফ্রান্সে। কিন্তু বাধ সাধলো ভাগ্য। ভিসা না পাওয়ায় হাটা হলো না রেড কার্পেটে।  সেই কারণেই মন খারাপ তাঁর? সোশাল মিডিয়ায় জানালেন সেই অনুভূতির কথা।

একটি প্রসাধনী সংস্থার হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ এসেছিল উরফির। তবে তা শেষমেশ না হওয়ায় হতাশা গ্রাস করেছে তাঁকে। তবে উরফি তাঁর পোস্টে প্রত্যাখ্যাত হওয়ার ইতিবাচক দিকটিও তুলে ধরেছেন। উরফি বলেছেন, ‘প্রত্যেকটা প্রত্যাখ্যান জীবনে নতুন সুযোগ নিয়ে আসে। আর তাই জীবনে এত প্রত্যাখ্যানের পরেও আমি ভেঙে পড়িনি। তোমরাও তোমাদের জীবনের এরকম পরিস্থিতিতে এতটাই শক্ত থেকো।’

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ